Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দেশের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জে গাড়ী চাপায় দলিত স¤প্রদায়ের এক যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে হারুয়া নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, জেলার ধোবাউরা উপজেলার ভোট্টা গ্রামের দলিত স¤প্রদায় রাম রাজভরের ছেলে খোকন রাজভর (৩২) ঈশ্বরগঞ্জের হারুয়া এলাকায় কোঁচে (কোচ্ছিয়া) ধরতে আসলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলা হারুয়া বাজার এলাকায় বৃহস্পতিবার রাত ১০টায় পেচন ধিক থেকে একটি গাড়ী চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক গাড়ীটি পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পরে পরিবারের কাছে হস্তান্তর করে।
যশোর ব্যুরো জানায়, যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় তানজিম সুলতানা কুমু (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় সবুজ (৩০) নামে আরেকজন আহত হয়েছেন। তারা সম্পর্কে মামাতো ফুপাতো ভাইবোন। জানা যায়, ছুটি পেয়ে গত বৃহস্পতিবার ঈদের কেনাকাটা শেষে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে ফুফাতো ভাই সবুজের মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কে মণিরামপুরের মোলামমিয়ার বটতলায় দুর্ঘটনাটি ঘটে। নিহত কুমু মণিরামপুর শহরের মোহনপুর এলাকার ব্যবসায়ী কামরুল হুদা মুকুলের মেয়ে। তিনি যশোর সরকারি এমএম কলেজের ইংরেজি (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ছিলো।
পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, পুঠিয়ায় রট্রনের সাথে মাটিবাহী ট্রাক্টরের সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক্টরের চালক নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৭টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক্টর চালক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়া গ্রামের ভারায় চালিত ট্রাক্টর চালক এজাদুল হক (৩০)। জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদারী ট্রেন পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়া নামক স্থানে আশা মাত্রই সেসময় ট্রেনের লাইনের ওপর দিয়ে একটি মাটি বাহী ট্রাক্টর পারাপারের সময় ট্রেনটির সাথে ট্রাক্টরের সংঘর্ষের ঘটনায় ট্রাক্টরটি ছিটকে গিয়ে ট্রেনলাইনের দূরে পড়লে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক এজাদুল হক নিহত হয়।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁর পোরশায় নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল চালক আবু সাইদ (৫০) মারা গেছেন। এ ঘটনায় একরামুল নামে এক জন গুরত্বর আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেকারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ উপজেলার মসিদপুর ইউনিয়নের ছড়িয়ালা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। জানা যায়, সকালে আবু সাইদ মোটরসাইকেলের পেছনে একরামুলকে সাথে নিয়ে বাড়ি থেকে উপজেলার শিশার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভবানীপুর-শরিয়ালা মেকারপাড়া গ্রামে পৌঁছলে মোটরসাইকলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই আবু সাইদ মারা যান। এসময় একরামুল গুরত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ