Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহৃত ব্যবসায়ী সেনবাগে উদ্ধার আটক-৪ অস্ত্র ও গুলি উদ্ধার

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : ফেনী জেলার দাগনভ‚ঁঞা উপজেলা থেকে অপহৃত জালাল আহমেদ (৪৮) নামের এক ব্যবসায়ীকে নোয়াখালীর সেনবাগ উপজেলায় উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় একটি পিস্তল, একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, তিন রাউন্ড শর্টগানের গুলি, দু’টি চাপাতি, ৬টি ককটেল ও অপহরণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গতকাল দুপুর দেড়টার দিকে সেনবাগ রাস্তার মাথা এলাকার পুরাতন বোর্ড অফিস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, সেনবাগ উপজেলার গোমনাকান্দি গ্রামের ছায়েদুল হক পাটোয়ারীর ছেলে আনোয়ার হোসেন শিপন (৩৮), আবুল কাশেমের ছেলে মমিনুল হক মিন্টু (২৮), মোহাম্মদপুর এলাকার আবুল খায়েরের ছেলে হৃমায়ন কবির (৪০), দক্ষিণ সাহাপুর গ্রামের সামছুল হকের ছেলে হৃমায়ন কবির সোহেল (৩৭)। উদ্ধারকৃত জালাল আহমেদ ফেনীর দাগনভ‚ঁইয়া উপজেলার সেকান্তরপুর গ্রামের তোফায়েল আহমদের ছেলে।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ উপ-পরিদর্শক মামুন জানান, মোটরসাইকেল চোরাই চক্রের সদস্যকে আটক করতে দুপুরে জেলার সেনবাগ রাস্তার মাথা এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুরাতন পোস্ট অফিস এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করায় ভিতরে অভিযান চালানো হয়। এসময় অস্ত্র, গুলি ও ককটেলসহ ৪ অপহরণকারীকে আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শুক্রবার সকালে দাগনভ‚ঁঞা থেকে ব্যবসায়ী জালাল আহমদকে অপহরনের বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অপহরণের ঘটনায় একটি, ডাকাতি প্রস্তুতির ঘটনায় একটি ও অস্ত্র এবং বিষ্ফোরক আইনে একটি’সহ তিনটি মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ