Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে বোর ধান-চাল সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশংকা

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি বোর মৌসুমে সরকার কর্তৃক নান্দাইল খাদ্য গুদামে এক হাজার চারশত আট মেট্টিক টন সিদ্ধ চাল, একশত তেত্রিশ মেট্টিক টন আতপ চাল ও সত্তর টন গম সংগ্রহ করার জন্য খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার পরও আজ পর্যন্ত কোন খাতে এক ছটাক ধান, চাল ও গম ক্রয় করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। অনুসন্ধানে জানা গেছে খাদ্য ব্যবসায়ী ও মিল মালিকরা চালের দাম বাজারে বেশী এই অযুহাতে সরকারি গুদামে চাল,গম দিচ্ছেন না। অথচ বাজারে যখন চালের দাম কম থাকে তখন এ সমস্ত ব্যবসায়ী ও মিল মালিক গুদামে চাল দেওয়ার জন্য বিভিন্ন ধরনের তদবির বা লাইন দিয়ে থাকেন। নান্দাইল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলফোনে এই সংবাদদাতাকে জানান ২১ জন মিল মালিক ২৩৮টন চাল সরবরাহ করবে মর্মে চুক্তি স্বাক্ষর করেও এখন পর্যন্ত খাদ্য গুদামে চাল গম সরবরাহ করছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ