Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনন্দমেলা উপস্থাপনায় সজল ও নাবিলা

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট : এবারের ঈদুল ফিতরের বিটিভির আনন্দমেলা উপস্থাপনা করবেন অভিনয়শিল্পী সজল ও নাবিলা। সজল বলেন, ছোটবেলা থেকেই দেখেছি আনন্দমেলা অনুষ্ঠানটি ঈদের অন্যতম একটা জনপ্রিয় টিভি ম্যাগাজিন। সেই অনুষ্ঠানটি প্রথমবার উপস্থাপনা করতে যাচ্ছি ভাবতেই ভাল লাগছে।
আশা করছি জমজমাট একটি পর্ব হবে। আয়নাবাজি খ্যাত নাবিলা বলেন, আনন্দমেলার আয়োজকদের সঙ্গে কথা চ‚ড়ান্ত হয়েছে। আগামী সপ্তাহে ঈদের আনন্দমেলার পর্বের চিত্রায়ন হওয়ার কথা রয়েছে। আমি প্রস্তুতি নিচ্ছি। জানা গেছে, আগামী ঈদ আনন্দমেলায় বেশ কয়েক জন জনপ্রিয় তারকা শিল্পী গান পরিবেশন করবেন। শিল্পীদের মধ্যে থাকছেন কুমার বিশ্বজিৎ, শুভ্রদেব, হাবিব ওয়াহিদ ও কোনাল, পথিক নবী, কুদ্দুস বয়াতিসহ আরো অনেকে। এছাড়া থাকবে জাদুশিল্পী জুয়েল আইচের জাদু। অনুষ্ঠানটির পরিকল্পনায় রয়েছেন মাসুদুল হক, আনজাম মাসুদসহ আরও অনেকে। ঈদ আনন্দমেলা প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ