Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে পুলিশের অভিযানে নিহত এক : আটক ৪

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভারের সন্ত্রাসী ধরতে গিয়ে পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়েছে। তবে পুলিশের দাবি নিহত যুবক ওই সন্ত্রাসীর সহযোগী। এঘটনায় পুলিশ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন (৩২) শ্যামপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান জানায়, সাভারের বিরুলিয়ার ভবানীপুর এলাকায় একাধিক মামলা আসামী সন্ত্রাসী আল আমিনকে ধরতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তখন আল-আমিন ও তার সহযোগী ইসমাইল পুলিশের উপর হামলা করে। পুলিশ এসময় সন্ত্রাসীদের উপর গুলি বর্ষন করলে সন্ত্রাসী ইসমাইল গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এদিকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপ পড়া অবস্থায় সন্ত্রাসী আল-আমিন পালিয়ে যায় বলে জানান এলাকাবাসী। এদিকে পুলিশ আল-আমিনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসীদের হামলায় সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্য এস আই তারিকুল ইসলাম, এ এস আই মহসিন, কনস্টেবল বাবুল ও কনস্টেবল শামিম আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এ ঘটনায় পুলিশ সন্ত্রাসী আল আমিনের শ^শুর বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য অজল হকসহ চারজনকে আটক করেছে।
এদিকে নিহত ইসমাইল হোসেনের বড় ভাই আলাল হোসেন জানান, রাতে পুলিশ আল-আমিন নামে এক ব্যক্তি গ্রেপ্তার করতে অভিযান চালায়। এসময় ইসমাইল ঘটনাস্থলে উপস্থিত ছিলো। এছাড়া ঘটনা স্থানে গ্রামবাসীও জড়ো হয়। পুলিশ তাদের চলে যেতে বললে, তারা ঘটনাস্থল থেকে যাওয়ার সময় পুলিশের ছোড়া গুলি ইসমাইলের গলায় বিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক মৃত ঘোষনা করে। তবে তার ভাই সন্ত্রী কর্মকান্ডের সাথে জড়িন নয় বলে দাবি করেছেন। এ ঘটনায় সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান কিছুই জানেনা বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ