রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদাতা
সাতক্ষীরার শ্যামনগরে পুলিশকে পিটিয়ে বনদস্যু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় ১৫নং মামলা দায়ের করেছেন।
মামলা থেকে জানা গেছে, ওই গ্রামে আনছার গাজীর ছেলে বনদস্যু মনিরুল ইসলাম বিশু নিজ বাড়িতে অবস্থান করছে এমন তথ্য নিশ্চিত হয়ে শ্যামনগর থানার উপ-পরিদর্শক লিটন মিয়ার নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ খবর পেয়ে আশপাশে অবস্থানরত তার সাঙ্গ পাঙ্গরা দলবদ্ধভাবে পুলিশের উপরে হামলা চালিয়ে বনদস্যু মনিরুলকে ছিনিয়ে নেয় এবং পুলিশ দলকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
পরে গ্রামবাসীদের সহযোগিতায় আহত পুলিশ সদস্যদের দ্রæত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয় শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের আটকের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।