Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত আটক | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কারখানর সামনে থেকে অস্ত্রসহ ৫ আন্তঃ জেলা ডাকাতকে গ্রেফকতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার  দিবাগত রাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করে। পুলিশ জানায়, রাতে একটি নোহা গাড়িকে মিরসরাই থেকে অনুসরণ করে ডাকাতদল। এসময় নোহাটি বিএসআরএম কারখানার সামনে এলে ডাকাতদল তাদের ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেটকার (চট্টমেট্টা ভ-০২-০৮৯৭) নোহার সামনে ব্যরিকেট দিয়ে আটক করে। এসময় থানার এসআই কামালের নেতৃত্বে থাকা টহল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দুই ডাকাত দৌড়ে পালিয়ে যায়। গাড়ির ভেতরে থাকা ৫ জনকে আটক করে পুলিশ। এসময় গাড়ি তল্লাশি করে ৪টি ছুরি ও ৩টি রড পাওয়া যায়। আটককৃতরা হলো, ফেনী জেলার ছাগল নাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার এনামুল হকের ছেলে ইমাম (১৯)। একই এলাকার জাসমেদ আলমের ছেলে মিজানুর রহমান (১৯), জয়নাল আবেদীনের ছেলে শরীফুল ইসলাম (২২), ওহিদুন্নবীর ছেলে আরিফুল ইসলাম শাকিল (১৮) এবং স্থানীয় ২নং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর (ইসলামপুর) গ্রামের মৃত ইয়াছিনের ছেলে মো. রুবেল (২০)। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্নস্থানে ডাকাতি করে আসছে। এদের বিরুদ্ধে ডাকাতি আইনে পুলিশ বাদী হয়ে মামলা  (১০) দায়ের করে আদলাতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ