বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরা সীমান্তের সোনাই নদী ভাঙন মেরামত করার কাজের অনুমতি চেয়ে বিজিবির সাথে পতাকা বৈঠক করেছে বিএসএফ।
৯ জুন শুক্রবার সকাল ১০টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে এই বৈঠকটি হয়েছে জেলার কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্তের সোনাই নদীর পাড়ে। পতাকা বৈঠকে ৩৮ বিজিবির কাকডাঙা ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান এবং ভারতের ৭৬ বিএসএফের তারালি ক্যাম্পের এ,সি মনোজ কুমার নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।
সাতক্ষীরা ৩৮ বিজিবির একজন কর্মকর্তা জানান, কলারোয়া সীমান্তের সোনাই নদীর ভারত পাড়ে ভাঙন এলাকায় ইতোপূর্বে বিএসএফ কাজ করার সময় আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী বিজিবি তাতে বাঁধা দেয়। বিজিবির বাঁধার মুখে বিএসএফ তাদের কাজ বন্ধ করে দেয়। পুনরায় সেখানে কাজ করার অনুমতি চেয়ে বিজিবি কাকডাঙা ক্যাম্পে চিঠি দেয় ৭৬ বিএসএফ তারালি ক্যাম্প।
ওই কর্মকর্তা আরো জানান, বিএসএফের অনুমতি চাওয়ার বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হবে। সেখানকার নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।