Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ৩ সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ২:০৫ পিএম

গাজীপুর জেলা সংবাদদাতা : রাজধানীর তুরাগের কালিয়ারটেক এলাকায় একটি বাসা থেকে তিন শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রেহেনা পারভীন (৩৪), তার বড় মেয়ে শান্তা (১৩), ছোট মেয়ে শেফা (৯) ও ১১ মাস বয়সী ছেলে সাদ। ধারণা করা হচ্ছে, তিন সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।

ওসি মাহবুবে খুদা জানান, গতকাল রাত ১২টার পর রেহেনার স্বামী মোস্তফা কামাল রাতে বাড়িতে ফিরে দেখতে পান স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলছে এবং সন্তানদের লাশ খাটে শোয়া অবস্থায় আছে। সন্তানদের গলায় ওড়না দিয়ে গিঁট দেওয়া ছিল। পরে পুলিশে খবর দিলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিন শিশুসহ মাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, তিন সন্তানসহ মায়ের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের লাশ ঢামেক মর্গে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ