পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জ্জীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার সেগুনবগিচাস্থ দুদক প্রধান কার্যালয়ে এ প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পরিক অংশীদারিত্বের ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেন। আলোচনার শুরুতেই ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জ্জী দুর্নীতি দমন কমিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, ইউএনডিপির প্রতিটি প্রকল্পকে শতভাগ দুর্নীতিমুক্ত রাখার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন ইউএনডিপি এর প্রতিটি কর্মসূচি শতভাগ দুর্নীতিমুক্ত রাখতে চায়।
জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি দমন কমিশন শুধূু ইউএনডিপি’র প্রকল্প নয়, দেশের প্রতিটি প্রকল্পকে দুর্নীতিমুক্ত রাখতে চায়। তাই কমিশন দুর্নীতি ঘটার আগেই তা প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন কমিশন ২০১৬ সালেই মেগা প্রজেক্টে দুর্নীতি প্রতিরোধে সরকারকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করে পত্র দিয়েছে। বিষয়টি নিয়ে সরকারের সাথে কমিশন নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তিনি বলেন বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দুর্নীতিই দেশের প্রায় ২ শতাংশ জিডিপি খেয়ে ফেলছে। তাই দেশের কল্যানের জন্যই দুর্নীতি দমনে কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। তিনি বলেন পবিত্র রমজান মাসেও ঘুষ খাওয়ার অভিযোগে সরকারি কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ করে তদন্ত এবং প্রতিরোধের ক্ষেত্রে ইউএনডিপি সহযোগিতা করতে পারে।
ইকবাল মাহমুদ বলেন দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে আমাদের আর্থিক সাহায্যের তেমন প্রয়োজন নেই আমাদের প্রয়োজন উপকরণ। তিনি আরো বলেন তরুণ প্রজন্ম উত্তম চর্চায় উদ্বুদ্ধ হবে এমন কথা সংবলিত খাতা, জ্যামিতি বক্স , স্কেল মাধ্যমিক স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হচ্ছে। তিনি বলেন আমাদের মূল টার্গেট হচ্ছে পরবর্তী প্রজজ¥। তাই কমিশন ছাত্র-ছাত্রী বিশেষ করে পল্লী এলাকার শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। তিনি বলেন যদি পরবর্তী প্রজন্মকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায় তা হলেই দেশের জন্য আলোকিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। তিনি আরও জানান বিশ^ ব্যাংকের সহযোগিতায় বিভিন্ন সুবচন সংবলিত প্রায় ১২ হাজার ছাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
দুদক চেয়ারম্যানের সাথে একমত পোষণ করে ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর ছাত্র-ছাত্রীদের নিয়ে কমিশনের কার্যক্রমকে দূরদর্শীমূলক বলে মন্তব্য করেন। বিভিন্ন প্রশিক্ষণ কারিকুলমে দুর্নীতি তথা নৈতিকতার বিষয়টির অন্তর্ভুক্তির বিষয়ে সুদীপ্ত মুখার্জ্জীর বক্তব্যের সাথে দুদক চেয়ারম্যান একমত পোষণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর কিউকো ইয়ো কুসকা,দুদক মহাপরিচালক ফরিদ আহমেদ ভূঁইয়া প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।