Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব পরিবহন ভাড়া বাড়বে

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

আশরাফুল ইসলাম নূর, খুলনা থেকে : ঈদ উপলক্ষ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবধরণের পরিবহন ভাড়া বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৫ রমজান থেকে শুরু হবে অগ্রীম টিকিট সংগ্রহের যুদ্ধ। অগ্রীম টিকিট হাতে পাওয়া নিয়ে এখনই দুশ্চিন্তায় পড়েছেন কর্মজীবীরা। এরমধ্যেই সবধরণের পরিবহন ভাড়া বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে মালিকপক্ষ। প্রিয়জনের সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফেরার মানসিক প্রস্তুতির মাঝে তাই দুশ্চিন্তা দানা বাঁধছে কর্মজীবী মানুষের।

এবার ঈদে নয় দিনের ছুটি। দীর্ঘ ছুটির ফাঁদে পড়বে দেশ। ঈদ উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে ঈদে যাত্রী পরিবহনে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। বাস, ট্রেন ও লঞ্চে বিশেষ সার্ভিস দেয়া হবে ঘরমুখো মানুষের জন্য। সড়কপথে বেহালদশার কারণে আসন্ন ঈদে ঘরমুখো মানুষ বাসের পরিবর্তে ট্রেনের দিকেই ঝুঁকবে বেশি। ফলে বাড়ছে ট্রেনের উপরে যাত্রীদের চাপ। চাহিদার তুলনায় ট্রেনের ধারণ ক্ষমতা কম রয়েছে। আর এ কারণে আতঙ্ক বাড়ছে ট্রেন কর্তৃপক্ষ-যাত্রী উভয়ের মধ্যে।
খুলনা রেল স্টেশন মাস্টার মোঃ আমিরুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ঈদের আগে নতুন নতুন বগি সংযোজন করা হবে। তবে কবে থেকে অগ্রীম টিকেট দেয়া হবে আর ভাড়া বাড়বে কি না, তা এখনো সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রীয় পরিবহন ট্রেনের ভাড়া ব্যাপারে সিদ্ধান্ত না হলেও বেসরকারি বাস সার্ভিসে ভাড়া বাড়বে সেটা অনেকটাই নিশ্চিত সংশ্লিষ্টরা। আনুপাতিক হারে খুলনা বিভাগীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গা থেকে অন্তত ২১টি রুটে বাস যাতয়াত করে। এছাড়া সোনাডাঙ্গা, শিববাড়ী ও রয়েল মোড় থেকে দেশের বিভিন্ন প্রান্তের দুরপাল্লার বাস যাতয়াত করে। এসব পরিবহনের ভাড়া কিছুটা বাড়ছে বলে আগাম জানান দিচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।দক্ষিণ-পশ্চিম অঞ্চল পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের আহŸায়ক আবদুল গফ্ফার বিশ্বাস বলেন, “আনুষাঙ্গিক সবকিছুর মূল্য বেড়েছে; সে হিসেবে ভাড়া কিন্তু বাড়ানো হয়নি। তবে ঈদের সময় কিছুটা বাড়াতে হতে পারে। না হলে পরিবহন মালিক-শ্রমিকদেরও তো বাঁচতে হবে, না কি?”
এদিকে, এয়ারলাইন্সগুলোতে ঈদকে সামনে রেখে বিভিন্ন অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে সারাবছরের গড় ভাড়ার ডাবল-ট্রিপল। ঈদ উপলক্ষে দূরপাল্লার বাস ভাড়া বাড়লে চারদিকে শোরগোল শুরু হলেও প্লেনের ভাড়া বাড়ানোর এই বিষয়ে সবাই নীরব। প্রত্যেকটি এয়ারলাইন্সে দ্বিগুণ-ত্রিগুণ করা হয়েছে টিকিটের মূল্য। দেশের সবচেয়ে স্বল্প দূরত্বের রুট ঢাকা-যশোর। ১৮ থেকে ২২ মিনিট যাত্রার এই রুটে প্রাইভেট এয়ারলাইন্সগুলোতে স্বাভাবিক সময়ে সর্বনিম্ন ২ হাজার টাকায়ও টিকিট পাওয়া যায়। কিন্তু ঈদের সময়ে ভাড়ার শুরুই সাড়ে ৪ হাজার টাকা থেকে। অর্থাৎ সর্বনিম্ন টিকিটেরই ভাড়া বেড়েছে প্রায় আড়াই হাজার টাকা। এয়ারলাইন্স ভেদে সর্বনিম্ন ভাড়ার অংকেও অনেক তারতম্য দেখা যাচ্ছে। কোন কোন এয়ারলাইন্সে সাড়ে ৫ হাজার টাকার নিচেই টিকিট পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক সময়ে সর্বোচ্চ ভাড়া আদায় করা হয় সাড়ে ৫ থেকে সাড়ে ৬ হাজার টাকা। অথচ এখন সর্বনিম্ন ভাড়াই তা ছুঁয়ে গেছে, আর সর্বোচ্চ উঠে গেছে ৮ হাজার টাকা পর্যন্ত।
এ আশঙ্কায় অনেকে আগে ভাগেই পরিবার পরিজনকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এ বছর রমজানের আগেই শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে যাওয়ায় ইতিমধ্যে অনেকেই পরিবার পরিজন বাড়ি পাঠাতে শুরু করেছেন। আবার অনেকে এবার ঈদুল ফিতরটা শহরে কাটাবেন বলেই ভাবছেন। তবে লঞ্চ ভাড়া বাড়বে না বলে আশা প্রকাশ করেছে খুলনার হালিম এন্ড কোং এর ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ