Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ বছরের ক্যারিয়ার নিয়ে কথা বললেন ফেরদৌস

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: এ বছর চিত্রনায়ক ফেরদৌসের চলচ্চিত্র ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে ঈদে মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন স্টার নাইট-এ অতিথি হয়ে এসেছেন তিনি। ২০ বছরের অভিনয় জীবনে ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশ-বিদেশে রয়েছে তার নানা অর্জন ও সম্মাননা। তবে ফেরদৌস জানান, তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ২৪ বছর আগে। দিলীপ সোম পরিচালিত সিনেমাটির নাম ছিল দোলা। মৌসুমী-ওমরসানি জুটির প্রথম সিনেমা দোলা’তে চিত্রনায়ক ওমর সানির ডামি শট দিয়েছিলেন ফেরদৌস। সে সময় তিনি ফ্লায়িং ক্লাবে বিমান চালনা শিখতেন। বিমান চালাবার ডামি শট দিয়েই ফেরদৌস প্রথম চলচ্চিত্রে পা রাখেন। অন্তর্মুখী ফেরদৌস জানান, তার প্রথম সফল সিনেমা হঠাৎ বৃষ্টি’র শূটিং শেষ হওয়ার আগে তিনি কাউকেই সিনেমাটির কথা জানাননি। এমনকি প্রথম বলিউড সিনেমা মিট্টির শূটিং ৫০ ভাগ শেষ হওয়ার আগে কেউই জানতে পারেননি তিনি বলিউডের সিনেমা করছেন। রুম্মান রশীদ খান-এর গ্রন্থনায় অজয় পোদ্দার-এর প্রযোজনায় স্টার নাইট উপস্থাপনা করেছেন মারিয়া নূর। অনুষ্ঠানটি প্রচার হবে আসছে ঈদের দিন, রাত ১০টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ