প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অ্যালেক্স মার্চেন্ট (আদিল হুসেন) যুক্তরাজ্যভিত্তিক একজন শিল্পী। স্ত্রী লিসা (লিসা রে) এবং দুই সন্তান নাতাশা আর কবিরকে নিয়ে তার সুখের সংসার। সংসার সুখেরই ছিল অ্যালেক্স একটি পুরনো অভিশপ্ত আয়না কিনে আনা পর্যন্ত। অনেক শত বছর আগে ব্রিটেনে অ্যানা নামে এক নারীকে ডাকিনীবিদ্যা চর্চার অভিযোগে শূলে চড়িয়ে আগুনে পুড়িয়ে মারা হয়। তার আত্মা এই অভিশপ্ত আয়নায় ভর করে। এরপর থেকেই যেই এই আয়নার মালিক হয় তাকে সেই ডাইনীর আত্মা হত্যা করে। আয়নার আত্মা অ্যালেক্সকে সম্মোহিত করে তার প্রেমে পড়তে তাকে বাধ্য করে। এছাড়া তাকে এমন প্রতিজ্ঞা করতে বাধ্য করে- সে তার জন্য প্রাণ দেবে এবং প্রাণ নেবে। আত্মা তাকে নির্দেশ দেয় তার পরিবারের সদস্যদের হত্যা করতে। অ্যালেক্স লিসাকে হত্যা করে এবং নিজে খুন হয়। অনেক বছর চলে যায়, নাতাশা (হুমা কুরেশি) এবং কবির (সাকিব সেলিম) বড় হয়। আয়নাটি নিয়ে গবেষণা করে সেটির আত্মার কথা জানতে পারে নাতাশা। সে তার ভাইয়ের সহায়তায় সেটিকে ধ্বংস করার উদ্যোগ নেয়। কিন্তু তা কি তারা করতে পারবে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।