Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ান্ডার উওম্যান

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

‘মনস্টার’ (২০০৩) ফিল্মের জন্য খ্যাত প্যাটি জেনকিন্স পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘ওয়ান্ডার উওম্যান’।
অ্যামাজন রাজকন্যা ডায়ানা (গ্যাল গ্যাডোত) প্রশিক্ষণ নিয়ে একজন যোদ্ধা হবার আশা করে এসেছে। বড় হবার পর তাদের রাজ্য প্যারাডাইস আইল্যান্ডের উপকূলে যেদিন একটি মার্কিন বিমান বিধ্বস্ত হয়ে পড়ে সেদিন রাজ্যের অন্যসব নারী বাসিন্দার মত সেও বিস্মিত হয়। উদ্ধার পেয়ে পাইলট স্টিভ ট্রেভর (ক্রিস পাইন) জানায় বাইরের বিশ্বে এক জটিল পরিস্থিতির অবতারণা হয়েছে। ডায়ানার ধারণা যুদ্ধ দেবতা এরিসের ভূমিকা আছে এর পেছনে। এরিসকে মোকাবেলা করার জন্য সে সাহায্য করার প্রস্তাব দেয়। সে স্টিভের সঙ্গে লন্ডন আসে। সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছে। ডায়ানার বিশ্বাস এরিক লুডেনডর্ফ (ড্যানি হিউস্টন) নামে এক জার্মান জেনারেল হচ্ছে এরিস। স্টিভ ডায়ানাকে বোঝাবার চেষ্টা করে এরিক একজন মানুষ দেবতা নয়। তাতে অবশ্য সমস্যা নেই ডায়ানা বুঝতে পারে সে মানবতার শত্রæ।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ