Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনার দাকোপে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলনকারী হরিপদ মন্ডলের ভাই নরেশ মন্ডল এবার আপন ভাইকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপ প্রেসক্লাবে করা সংবাদ সম্মেলনে তিনি দাবি করে বলেন, যে সম্পত্তি নিয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনকে জবর দখলকারী আখ্যা দেওয়া হয়েছে ওই সম্পত্তি আমার পূর্ব পুরুষদের কোন দিন ছিলনা বা আমরা কখনও ভোগ দখল করিনি। তিনি নিজ ভাই হরিপদ মন্ডলকে ষড়যন্ত্রকারী মাদকাশক্ত চিহ্নিত জুয়াড়– আখ্যা দিয়ে বলেন, লোভের বশে অন্যের প্ররোচনায় তিনি যে কোন কাজ করতে পারেন। উপজেলা চেয়ারম্যান একজন জনপ্রিয় অসাম্প্রদায়িকনেতা, তিনি সব সময়ে যে কোন বিপদে আমাদের পাশে এসে দাড়িয়েছেন। আমার পরিবারের কেউ হরিপদ মন্ডলের এই জঘন্য মিথ্যাচারের সাথে নেই। তিনি ভাইয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বলেন, আমরা ৫ ভাই। বিজয় মন্ডল, গোপাল মন্ডল, লক্ষীকান্ত মন্ডল, হরিপদ মন্ডল এবং আমি নরেশ মন্ডল। ১৯৮৭ সালে আমি চিকিৎসার জন্য ভারতে থাকা অবস্থায় এই হরিপদের চক্রান্তে আমাকে মৃত্যু দেখিয়ে আমার পৈত্রিক সম্পত্তি থেকে আমাকে চির দিনের জন্য নিঃস্বত্ত¡বান করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে দাকোপ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভার মেয়র সনত কুমার, চালনা পৌর আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, গাজী আঃ রহিম, শেখ রফিকুল ইসলাম, শিপন ভুইয়া, জ্যেতিশংকর রায়, লিপিকা রানী বৈরাগী, মোহন লাল সাহা, মাহমুদুন্নবী মিল্টন, মিলন কাজী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ