Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) ভোরে বায়েজিদ বোস্তামী থানার নতুন পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, আনোয়ার হোসেন (৪৪) ও মহিবুল্লাহ ওরফে মাহবুব (৫৫)। তাদের দু’জনের বাড়ি কক্সবাজারের টেকনাফের। তারা পেশাদার মাদক বিক্রেতা বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ মহসিনের। তিনি বলেন, ভোরে নতুন পাড়া এলাকায় ব্যাগ নিয়ে অবস্থান করার সময় পুলিশ তাদের তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করে। টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ভোরে চট্টগ্রামে আসার পর সেগুলো নিয়ে হাটহাজারিতে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন। ওসি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ভোর বেলায় তারা ইয়াবাগুলো পাচারের সময়কে বেছে নিয়েছিল। এদিকে গ্রেফতারদের জিজ্ঞাসাবদে আরও তিনজন ইয়াবা বিক্রেতার নাম পাওয়া গেছে এবং তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ