Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ডাক বিভাগের ই-কমার্স অনলাইন পণ্য বিপণনে যুক্ত হচ্ছে তারানা হালিম

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অনলাইন পণ্য বিপণন সংস্থা আমাজন ও আলীবাবার সঙ্গে ডাক বিভাগের সমঝোতা স্মারক স্বাক্ষর হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ডাক বিভাগ কর্তৃক ই-কমার্স চালু করার জন্য ওয়েব সাইট প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েব পেইজে সাথে সংযোগ দেওয়ার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন। এছাড়া ই-কমার্স সেবাকে দেশের গন্ডি ছাড়িয়ে সারা বিশ্বে সাথে সংযোজনের লক্ষ্যে বিশ্বের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক পেমেন্ট গেইটওয়ে মাস্টারকার্ড এবং ই-কমার্স জায়ান্ট আমাজন ও আলীবাবা ডটকম এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন। এম এ আউয়াল এমপির প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ ঠেকানোসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি নিশ্চিতকল্পে ইন্টারনেট সেফটি সলিউশান কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতিমন্ত্রী জানান, ২০১৪ সালের জানুয়ারি থেকে গত ২৮ মে পর্যন্ত মোট ৩৩০টি অভিযোগ ফেইসবুক কর্তৃপক্ষকে পাঠিয়েছে বিটিআরসি। এর মধ্যে ১১৭টি অভিযোগের বিষয়ে ফেইসবুক ব্যবস্থা নিয়েছে। এম আবদুল লতিফ এমপির এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সরকার এবং ধর্ম বিরোধী অসংখ্য কনটেন্ট আইআইজি-এর মাধ্যমে বন্ধ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিটিআরসিতে গঠন করা হয়, যার মাধ্যমে ইন্টারনেটভিত্তিক অপরাধ দমনে কাজ করা সম্ভব হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আশা ইতোমধ্যে অসংখ্য সরকার বিরোধী ও ধর্ম বিরোধী কনটেন্ট আইয়াইজি এর মাধ্যমে বন্ধ করা হয়েছে। এছাড়াও ফেসবুকের বিভিন্ন আপত্তিকর কনটেন্ট বন্ধে ফেসবুক কতৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে তা অপসারণের ব্যবস্থা করা হয়ে থাকে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ