Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিএস আবেদনে এনআইডি বাধ্যতামূলক

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ন্যাশনাল আইডি নম্বর ছাড়া ৩৮তম বিসিএস পরীক্ষার জন্য আবেদন করা যাবে না। ৩৮তম বিসিএস থেকে অনলাইনে আবেদন করতে সকল পরীক্ষার সনদের রোল নম্বর ও ফলাফলের পাশাপাশি এখন ন্যাশনাল আইডি নম্বরও লাগবে। গতকাল (বৃহস্পতিবার) সরকারি কর্ম কমিশনে (পিএসসি) অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকের বিষয়ে পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৩৮তম বিসিএসে আবেদনে ন্যাশনাল আইডি নম্বর বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। ‘আমরা আজই (গতকাল) একটি বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। বিসিএসের অনলাইন আবেদনে এতদিন স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম রেজাল্টসহ অন্যান্য কিছু তথ্য চাওয়া হলেও এবার থেকে ন্যাশনাল আইডি নম্বর চাওয়া হবে। কারও যদি ন্যাশনাল আইডি না থাকে তাহলে তিনি আবেদন করতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখন সব কিছুতেই ন্যাশনাল আইডি নম্বর লাগে। সিম কিনতে গেলেও ন্যাশনাল আইডি নম্বর লাগে। তাছাড়া যার ন্যাশনাল আইডি নেই তিনি কীভাবে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ আশা করেন? ন্যাশনাল আইডি নম্বর না থাকলে আবেদন করতে পারতে পারবে না।’

চলতি মাসেই ৩৮ তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এবার থেকে বাংলার পাশাপাশি ইংরোজিতেও প্রশ্ন করছি। কারণ, পরীক্ষার্থীর স্বাধীনতা থাকা উচিত। তিনি চাইলে ইংরেজিতেও পরীক্ষা দিতে পারেন, চাইলে বাংলাতেও পারেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ