রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীতে বোরো মৌসুমে চাল ক্রয় অভিযান শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা সদরের পুরাতন স্টেশন সড়কস্থ সদর উপজেলা খাদ্যগুদাম চত্ত¡রে চাল ক্রয় অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি জানান, জেলায় এবার ১৫ হাজার মেট্রিকটন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলার ছয় উপজেলার সাতটি খাদ্যগুদামের মধ্যে চারটিতে ছয় হাজার ৩৩ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়েছে ইতোমধ্যে। জেলার মোট ৫৭৩ জন মিল মালিকের মধ্যে ১৫৬জন মিল মালিক চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন,‘ জেলা খাদ্য বিভাগে সাথে যদি কোন মিল মালিকরা চুক্তিবদ্ধ না হন তাহলে চার বছর এবং চুক্তিবদ্ধ হয়ে চাল সরবরাহ না করলে দুই বছর জন্য নিষিদ্ধ হবেন খাদ্য বিভাগে চাল সরবরাহ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তহিদুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা জাহেদুল ইসলাম, জেলা চালকল মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সদর উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মহসির আলী সরকার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।