Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় জেলা পরিষদের ২ কোটি টাকা অনুদান ঘোষণা

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা জেলার ২’শটি শিক্ষা, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের মাঝে ২ কোটি টাকার অনুদান ঘোষণা করেছে জেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকালে এ অনুদানের প্রথম স্তরে ৬৪টি প্রতিষ্ঠানের মাঝে প্রথম পর্বের ২২লাখ ৯২ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পংকজ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন, সদস্য সুফিয়ার রহমান, মহিলা সদস্য কামরুন নাহারসহ অন্যরা। সভায় জানানো হয়- উন্নয়নের বিভিন্ন স্তরে প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠানগুলি যেন সঠিকভাবে উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পারে তার জন্যই এ অনুদান দেয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানকে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা করে অনুদান প্রদান করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ