রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ারায়ণগঞ্জের আড়াইহজারে রুমি আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দূর্বৃত্তরা। পুলিশ গত বুধবার সন্ধ্যায় বাড়ির কাছের একটি ধৈঞ্চা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। এ ব্যপারে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সে উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের দিনমজুর ইদ্রিছ আলীর কন্যা এবং কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
নিহতের মা ফজিলা বেগম জানান, তার মেয়েকে মঙ্গলবার রাত ১০টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সারাদিন খোঁজা খুঁজির পর সন্ধ্যায় বাড়ির কাছে একটি ধৈঞ্চা ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। নিহতের পড়নে লাল ছেলোয়ার ও সবুজ ছাপা কামিজ ছিল এবং গলায় একটি নীল রঙের ওড়না প্যাঁচানো ছিল। তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।