Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৭, ২:২৬ পিএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহের মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ময়েজ উদ্দিন খান ও নজরুল ইসলাম নামে ২ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
বৃহস্পতিবার সকালে উপজেলার গুগা ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ওই গ্রামে বৃহস্পতিবার সকালে দুটি পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় তাদের মধ্যে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষে নজরুল ঘটনাস্থলে ও ময়েজ উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়ার পর মারা যায়। ঘটনায় আহতদের মধ্যে গুরুতর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ