বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোয়ালণ্ড (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কদম আলী (৩৫) নামে এক চরমপন্থি সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে গোয়ালন্দ উপজেলার ছোটবাকলা ইউনিয়নের চরদোলনী গ্রামে এ ঘটনা ঘটে। কদম আলী গোয়ালন্দ পৌরসভার কুবাদ আলীর ছেলে।
ডিবি পুলিশের পরিদর্শক মো. ওবায়দুর রহমান জানান, কদম আলী লাল পতাকা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অন্যতম সদস্য। রাতে কদম আলী ও তার সহযোগীরা গোয়ালন্দ উপজেলার চরদোলনী গ্রামে অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে কদম আলী নিহত হন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি একনালা বন্দুক ও একটি শুটারগান উদ্ধার করা হয়েছে। কদম আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।