Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় পুলিশের গুলিতে দুই ডাকাত নিহত

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৭, ১০:২৫ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুই ডাকাত নিহত এবং দুইজন আহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চৌবারিয়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
নিহতরা হলেন নাটোরের মোজাম্মেল হক ও রাজশাহীর সুজন মিয়া। আহতরা হলেন নাটোরের ইমরান হোসেন ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার সোহেল রানা।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, চৌবারিয়া বাজারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে ট্রাক চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হারুন নামে এক পুলিশ সদস্য আহত হন। তখন পুলিশ গুলি চালালে দুই ডাকাত নিহত এবং দুই ডাকাত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ