বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে চা পানকে কেন্দ্র করে সংঘর্ষে এক গৃহবধূসহ অন্তত ৩ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে কে বা কারা পরপর ৩ রাউন্ড গুলিবর্ষণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে ৪ জনকে আটক করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিষকুন্ডি ঘুনাপাড়ায় মুতালেবের চায়ের দোকানে বসে একই এলাকার কেরামত আলী চা পান করার সময় অসাবধান বসত চায়ের কাপটি হাত থেকে পড়ে ভেঙে যায়। এতে ক্ষুব্ধ হয়ে চা দোকানদার মুতালেব কেরামত আলীকে (৫২) গালমন্দ করে। কেরামত আলী গালমন্দের প্রতিবাদ করলে চা বিক্রেতা মুতালেব ইট দিয়ে মাথায় আঘাত করলে কেরামত আলীর মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে কেরামতের ছেলে রায়হান (৩৫) ঘটনাস্থলে ছুটে আসলে তাকেও আঘাত করে আহত করা হয়। চা দোকানদার মুতালেবের হামলায় পিতা-পুত্র আহত হওয়ার খবর বাড়িতে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ফরিদা (২৪) নামে এক গৃহবধূ আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।