বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : শাহ আমানাত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি স্বর্ণের বার আটকের ঘটনায় চোরাচালান মামলায় জামিন পেয়েছেন তিন আসামি। গতকাল (বুধবার) চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ মোঃ শাহে নূরের আদালতে আসামিদের করা আবেদনের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া তিন আসামি হলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমান, বিমান বাংলাদেশের ট্রাফিক হেলপার কে এম নুরদ্দিন এবং আনসার সদস্য শাহিন মিয়া। এদের মধ্যে কে এম নুরুদ্দিন গত ৮ মার্চ এবং আনিসুর রহমান ৭ মার্চ আদালতে আত্মসমর্পন করেছিলেন। অন্য আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছিল।
মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, তিন আসামি জামিনের আবেদন করেন। আবেদনে আসামিরা বলেন তারা নিম্নপদের কর্মচারী এবং তিন মাস ধরে কারাগারে আছেন। আমরা জামিনের বিরোধীতা করেছিলাম।
দুদকের সহকারী পরিচালক এইচএম আখতারুজ্জামান গত বছরের ১৬ জুন ৭জনকে আসামি করে মামলার অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে স্বর্ণ পাচারকারীকে বাঁচাতে মিথ্যা জব্দ তালিকা তৈরি এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করা হয়।
এ মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন, শাহ আমানত আান্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপকের সাবেক ব্যক্তিগত সহকারী মোমেন মোকশেদ, আনসারের সহকারী প্লাটুন কমান্ডার ইলিয়াস উদ্দিন, সহকারী রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমান, বিমান বাংলাদেশের ট্রাফিক হেলপার কে এম নুরদ্দিন, আনসার সদস্য মাহফুজার রহমান ও শাহিন মিয়া এবং দুবাই প্রবাসী আলাউদ্দিন চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।