বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : রাজধানীর দারুস সালামে যৌতুকের টাকা না পেয়ে দুবাই ফেরত স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম হাসি ওরফে প্রিয়া (৩৫)। গতকাল বৃহস্পতিবার দারুস সালামের আনন্দনগর এলাকায় প্রিয়াকে মারধর করেন স্বামী দেলোয়ার হোসেন। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে মিরপুর সেলিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থারার অবনতি হলে মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে প্রিয়া মারা যান। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ঘাতক স্বামী দেলোয়ার পলাতক রয়েছে। নিহতের ভাই আবদুল বাতেন সাংবাদিকদের জানান, প্রিয়া দারুস সালামের লালকুঠি তৃতীয় কলোনি এলাকায় স্বামী দেলোয়ারের সঙ্গে থাকতেন। সংসারে অভাব দূর করতে প্রিয়া কয়েক বছর আগে দুবাই চলে যায়। প্রিয়া দেলোয়ারের কাছেই টাকা পাঠাতো। কিন্তু দেলোয়ার মাঝে মধ্যেই বাড়তি টাকা চেয়ে বসতো। না দিতে পারলে মোবাইলে প্রিয়াকে বকাবকি করতো। দেলোয়ারের কারণে বিদেশে থাকতে না পেরে ৪ মাস আগে ঢাকায় এসে আনন্দনগরে মায়ের বাসায় ওঠে প্রিয়া। বৃহস্পতিবার দেলোয়ার ওই বাসায় গিয়ে টাকা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুদ্ধ হয়ে প্রিয়াকে কিল ঘুষি ও লাথি মেরে পালিয়ে যায় দেলোয়ার। পরে গুরুতর আহত প্রিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।