বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার: দেশের প্রথিতযশা আলেমে দীন, জাতীয় মুরব্বী ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী দা.বা.-এর আশু রোগ মুক্তি কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। গতকাল সকালে চরমোনাই মাদরাসায় এক দোয়ার মাহফিল পূর্ব আলোচনায় পীর সাহেব চরমোনাই আল্লামা আহমদ শফীর দীর্ঘ নেক হায়াত কামনা করেন। সবশেষে দেশবাসীর কাছেও তাঁর আশু রোগ মুক্তি কামনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমীন।
ঝালকাঠি নেছারাবাদ দরবারে বিশেষ দোয়া অনুষ্ঠান
দেশের বিশিষ্ট আ৪েলমে দ্বীন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক হযরত আল্লামা আহমদ শফী (দা.বা.)-এর পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে ঝালকাঠি নেছারাবাদ দরবারে গতকাল বাদ ফজর অনুষ্ঠিত হয় খতমে ইউনুস ও বিশেষ দোয়া অনুষ্ঠান।
দোয়ার শুরুতে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর একমাত্র ছাহেবজাদা আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর হাজার হাজার ছাত্র-শিক্ষক ও উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে আল্লামা আহমদ শফীর দ্বীনি খেদমতের মূল্যায়ন করে বলেনÑ‘আল্লামা আহমদ শফী ইসলামের একজন একনিষ্ঠ খাদেম। হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. যেভাবে সলফেসালেহীনের অনুসৃত পথ মোতাবেক দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়েছেন, আল্লামা শফীও তদ্রূপ রাজনীতির উর্ধ্বে থেকে বয়সের সকল বাধা উপেক্ষা করে এখনো দ্বীনের খেদমত করে যাচ্ছেন। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক ও অভিন্ন। আল্লাহ তা’য়ালা তার সুস্থতা ও নেক হায়াত দারাজ করুন এবং লক্ষ্য ও উদ্দেশ্য মোতাবেক দলীয় রাজনীতির উর্ধ্বে থেকে দল-মত-ছিলছিলা নির্বিশেষে কলেমাগো মুসলমানের মধ্যে ঐক্য ও সম্প্রীতির প্রচেষ্টা অব্যাহত রাখুন!’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।