বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মামলায় রাকেশ রায় গ্রেপ্তার ৪ দিনের রিমান্ডে
জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : ফেসবুকে ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারী হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়কে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোর রাতে জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকারের নেতৃত্বে ওসি হাবিবুর রহমান হাওলাদার ও এসআই ইমরুজ তারেক একদল পুলিশ নিয়ে জৈন্তাপুরের লালাখাল নামকস্থানে অভিযান চালিয়ে তাকে আটক করেন। ঐদিন পুলিশ রাকেশ রায়কে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আমিন চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার ওসি তদন্ত মুমিনুল ইসলাম বলেন, নিরাপত্তা জনিত কারণে আসামী রাকেশ রায়কে সিলেটে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে জকিগঞ্জের কেরাইয়াগ্রামের মৃত সুরেশ রায়ের ছেলে রাকেশ রায় ফেসবুকে মহানবী সা.কে নিয়ে অশালীনভাবে কটুক্তি করে। তার কটুক্তিমূলক মন্তব্যেটি স্ক্রিনশর্ট আকারে ফেসবুকে ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে উঠে জকিগঞ্জের সর্বত্র অঞ্চল। এরপর গত ৫ জুন জকিগঞ্জ থানায় আলোচিত রাকেশ রায় বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় ৩ নাম্বার মামলা রেকর্ড হয়। ক্ষোভে ফেটে পড়েন মুসলিম জনতা। রাকেশ রায়কে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিদিন উপজেলার বিভিন্নস্থানে ইসলামী সংগঠনগুলোর নেতৃত্বে মিছিল ও প্রতিবাদ সভা অব্যাহিত ছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।