Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩৫

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

জকিগঞ্জ(সিলেট)উপজেলা সংবাদদাতা : জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও নারী পুরুষসহ অন্তত ৩৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ভোরে জকিগঞ্জ পৌর এলাকার খলাছড়ায় এ ঘটনা ঘটে। জানাগেছে, ভোর রাতে বিয়ানীবাজার থেকে মিনি ট্রাক যোগে ভবন শ্রমিকরা জকিগঞ্জে কাজের উদ্দ্যেশে আসার সময় তাদের বহনকারী মিনি ট্রাকটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন ও অন্তত ৩৫ জন মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করলে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের ধারণা চালক চোঁখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। নিহত ও আহত শ্রমিকরা জকিগঞ্জ অঞ্চলের বাসিন্দা না হওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ