Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় দুপক্ষে গোলাগুলি নিহত ১

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো : কক্সবাজারের চকরিয়ায় চিংড়িজোনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের গুলিতে নুরুল আমিন (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছে। এসময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৩৫-৪০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গতকাল বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের চিংড়িজোন সওদাগর ঘোনাস্থ বালুচিড়া এলাকায় ঘটেছে এ গোলাগুলির ঘটনা। নিহত নুরুল আমিন চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনার ৫নং ওয়ার্ডের মৃত জহির আহমদের ছেলে।
ঘটনার সময় ডাকাতের মারধরে মীর কাশেম (৩৮) নামের এক ইউপি মেম্বার আহত হয়েছেন। তিনি বর্তমানে চকরিয়া উপজেলার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মীর কাশেম চিরিংগা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার এবং সওদাগরঘোনা গ্রামের রশিদ আহমদের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূূত্রে জানা গেছে, উপজেলার চিরিংগা ইউনিয়নের চিংড়িজোন সওদাগর ঘোনা ও চরণদ্বীপের এলাকার মৎস্য প্রকল্প থেকে চাঁদাবাজির ঘটনার জেরে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার চলে আসছে ডাকাত নুরুল আমিন ও নাসির বাহিনীর মধ্যে। এরই জের ধরে বুধবার ভোররাতে দুইপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৩৫-৪০ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওসি বলেন, প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ডাকাত নুরুল আমিন ওরফে আমিন্যা ডাকাতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপসহ নানা অপরাধের অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ