Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

ভুয়া সনদ

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনার আলাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সন্তান সনদ দিয়ে চাকরি নেয়া এবং ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
অভিযোগটি নথিভুক্ত করে স¤প্রতি দুদকের অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়ছে বলে ইনকিলাবকে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি আরো বলেন, সহকারী কর কমিশনার আলাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে ভুয়া সনদ দেখিয়ে রাজস্ব বোর্ডে চাকরি গ্রহণ ও ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। কমিশন থেকে এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত  নেয়া হয়।
দুদক সুত্রে জানা যায়, গত ২৮ ফেব্রæয়ারি দুদকে আসা আলাউদ্দিন আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগে বলা হয়, ২০০২ সালে তিনি ঢাকা ব্যাংক লিমিটেডে জুনিয়র কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর তিনি ব্যাংকটির কারওয়ান বাজার, বনানী শাখা ও সর্বশেষ আশুলিয়ার ফ্যান্টাসী কিংডম শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন। অর্থ আত্মসাতের অপরাধে ২০১০ সালে তাকে চাকরিচ্যুত করা হয়।
এরপর সরকারি চাকরি গ্রহণের বয়স চলে গেলে আলাউদ্দিন তার বাবা আনসার উদ্দিন আহমেদকে মুক্তিযোদ্ধা দেখিয়ে ৩০তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে সহকারী কর কমিশনারের চাকরি নেন।
আনসার উদ্দিন মুক্তিযোদ্ধা নন-এমন অভিযোগে উল্লেখ করে বলা হয়, রাজস্ব বোর্ডে যোগদানের আগে ঢাকা ব্যাংকে চাকরি নেয়ার সময় আলাউদ্দিন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে কোনো নথিপত্র দাখিল করেননি। প্রকৃতপক্ষে আলাউদ্দিন আহমেদ জালিয়াতি করে তার বাবাকে মুক্তিযোদ্ধা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি নিয়েছেন।
এছাড়া ব্যাংকের অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাংকের অডিট প্রতিবেদনে উঠে এসেছে জানিয়ে এতে বলা হয়, ওই অভিযোগে তার বিরুদ্ধে ২০১০ সালের ২৮ জুন আশুলিয়া থানায় একটি মামলা হয়। ওই মামলায় বলা হয়, ব্যাংকে দুই গ্রাহকের আমানতের এক কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৩৩৩ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন আলাউদ্দিন। পটুয়াখালীর কাউখালী উপজেলার ফলইবুনিয়া গ্রামের আনসার উদ্দিন আহমেদের ছেলে আলাউদ্দিন আহমেদ বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের সহকারী কর কমিশনার হিসেবে কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনবিআর

২২ নভেম্বর, ২০২২
২৪ অক্টোবর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ