Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে দিনে ভারী যান চলাচল নিষিদ্ধ যানজট কমাতে ১০ দফা নির্দেশনা

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত বন্দর নগরী চট্টগ্রামে অব্যাহত যানজট কমাতে সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করাসহ দশ দফা নির্দেশনা জারি করেছে পুলিশ। গতকাল (বুধবার) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে বলা হয় এইসব নির্দেশনা ১১জুন থেকে কার্যকর হবে। পবিত্র মাহে রমজান মাসে নগরীতে যান চলাচলে শৃঙ্খলা আনয়নসহ যানজট নিরসনকল্পে এবং যাত্রী সাধারণসহ ক্রেতা-বিক্রেতারদের চলাচলের সুবিধার্থে ও সুষ্ঠু ট্রাফিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে এসব নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে। নির্দেশনায় বলা হয় চট্টগ্রাম বন্দর ও বন্দর কেন্দ্রিক প্রধান সড়ক ছাড়া নগরীর অন্য এলাকায় আগে ঘোষিত সকাল ৮টা থেকে রাত ৮টার বদলে ১১ জুন থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের দিন পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত সকল প্রকার ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এমনকি উল্লেখিত সময়ের মধ্যে বিজিএমইএ ও বিকেএমইএর স্টিকারযুক্ত রপ্তানীযোগ্য গার্মেন্টস পণ্যবাহী যানবাহন চলাচলের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ঈদের পরদিন হতে পূনরায় পূর্বের নির্দেশনা মোতাবেক ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য সকল প্রকার পণ্যবাহী যান চলাচল করবে।
রমজান মাসে খাতুনগঞ্জে মালামালবাহী ট্রাক, কাভার্ডভ্যান জেল রোড হয়ে আনসার ক্লাব দিয়ে পণ্যবাহী গাড়ি খাতুনগঞ্জে প্রবেশ করবে, কোন অবস্থাতেই টেরিবাজার দিয়ে প্রবেশ করা যাবে না। তাছাড়া বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা কোন প্রকার পণ্যবাহী যানবাহন প্রবেশ করতে পারবে না। নগরীর সিমেন্ট ক্রসিং মোড় থেকে বন্দর ও ইপিজেড এলাকা অভিমুখে লং-ভ্যাহিকেল, প্রাইমমুভারসহ সকল ধরনের ভারী যানবাহন বেলা ২টা থেকে ৭টা পর্যন্ত সিমেন্ট ক্রসিং মোড়ে নিয়ন্ত্রণ বা সীমিত করা হবে। ঢাকা থেকে বন্দরগামী সকল ট্রাক, কাভার্ড ভ্যান,লং ভ্যাহিকেল প্রাইম মুভারসহ পণ্যবাহী যানবাহন ফৌজদারহাট হয়ে টোল রোড দিয়ে বন্দরে প্রবেশ করবে।
নির্ধারিত স্থান ব্যতীত যাত্রী উঠা-নামা করতে পারবে না। যাত্রী উঠানামা দ্রæততম সময়ে সম্পন্ন করে বাস স্টপেজ ত্যাগ করতে হবে। যে সকল ক্রসিং বা মোড়ে বাস স্টপেজ নেই সে সকল ক্রসিং বা মোড় থেকে ৫০ গজ দূরে যাত্রী উঠা-নামা করাতে হবে। আন্তঃ জেলা বাসসমূহ সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের অভ্যন্তরে প্রবেশ করবে না। তবে কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মহানগর ভায়া হয়ে ঢাকাগামী বা ঢাকা থেকে আগত আন্তঃজেলা দুরপাল্লার বাস যাত্রী নিয়ে শহরের ভিতর দিয়ে বিভিন্ন জেলায় চলাচল করতে পারবে। কোন অবস্থাতেই শহরের মধ্যে কাউন্টারের সামনে বাস দাঁড়াতে পারবে না। প্রয়াজনে অলংকার মোড় বা একে খান মোড়, সাগরিকা কাউন্টারের সামনে যাত্রী উঠা-নামা করতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ