Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে প্রচার হবে দেশের প্রথম ওয়েব সিরিজ

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ভারতসহ পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশে অনলাইনভিত্তিক নাটকের চাহিদা ক্রমশ বাড়ছে। শুধু অনলাইনের জন্য নির্মিত এসব ধারাবাহিক নাটকের নাম ওয়েব সিরিজ। বাংলাদেশের দর্শকদের কাছে এই ধারাটি এখনও তেমন পরিচিত নয়। তবে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হওয়া পুরনো নাটক আর মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশের পর দর্শকদের যে সাড়া পাওয়া যাচ্ছে- তাতে ওয়েব সিরিজ নির্মাণ নিয়ে ভাবছেন অনেকেই। এমন ভাবনার বাস্তবায়ন ঘটনাতে চমক নিয়ে হাজির হচ্ছে দেশের অন্যতম গান প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। আসছে ঈদে এই ব্যানারের ইউটিউব চ্যানেলে দর্শকরা উপভোগ করতে পারবেন দেশের প্রথম ক্রিকেটকেন্দ্রিক ওয়েব সিরিজের স্বাদ। এমনটাই জানালেন প্রতিষ্ঠানের কর্ণধার এসকে সাহেদ আলী। তিনি জানান, ঈদের ৭ দিন সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে সাত পর্বের ওয়েব সিরিজ আমি ক্রিকেটার হতে চাই। এটি নির্মাণ করছেন জনপ্রিয় টিভি নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। তারই চিত্রনাট্যে এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো এবং ঈশিকা খান। আর বিশেষ চমক হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। পরিচালক বান্নাহ বলেন, ক্রিকেট নিয়ে দেশের প্রথম ওয়েব সিরিজ। সে হিসেবে অনেক চাপ নিয়ে কাজটি করেছি। চেষ্টা করেছি বিশেষ কিছু করতে। সবসময় মাথায় রেখেছি অনলাইন দর্শকদের আগ্রহের উপর জোর দিতে। আশা করছি, কাজটি দেখে মজা পাবেন। পুরো গল্পটি ক্রিকেটকেন্দ্রিক। তবে এরমধ্যে প্রেম, মজা, বিরহ এবং ম্যাসেজ- সবই থাকছে। ঈশিকা খান জানান, নাটকে এক ক্রিকেট-পাগল মেয়েকে মুগ্ধ করতে এক ছেলের ক্রিকেটার হওয়ার গল্প দেখা যাবে। ক্রিকেট খেলা শিখতে গিয়ে নানা ধরনের উদ্ভট সব কাÐ ঘটবে এই ওয়েব সিরিজে। প্রথম ওয়েব সিরিজে অভিনয় করা প্রসঙ্গে ক্রিকেটার অপি বলেন, কাজটি করে বেশ মজা পেয়েছি। আমি আগেও বিভিন্ন টিভি নাটকে অভিনয় করেছি, তবে এটি শুধু অনলাইনে প্রচার হবে জেনে- রোমাঞ্চিত হয়েছি। এতে আমাকে দেখানো হবে বর্তমান সময়ের একজন ক্রিকেটার হিসেবে। কাজটি ভালো হয়েছে। মোশন রক এর কারিগরি সহায়তায় সিএমভির ব্যানারে নির্মিত এই ওয়েব সিরিজটি সিএমভির ইউটিউব চ্যানেল ছাড়াও একই সময়ে অনলাইনে অবমুক্ত হচ্ছে বাংলা ফ্লিক্স অ্যাপ-এ। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদুল ফিতরের দিন ঠিক সন্ধ্যা সাতটায় এর প্রথম পর্ব প্রকাশ হবে। এরপর টানা ছয়দিন একই সময়ে অন্য পর্বগুলো পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ