Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমোহনে তিথি হত্যার বিচার দাবিতে আন্দোলন অব্যাহত

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

ভোলা জেলা সংবাদদাতা: ভোলার লালমোহনে গৃহবধু মাহমুদা মেহের তিথি হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আন্দোলণ অব্যাহত রেখেছে এলাকাবাসী, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় লালমোহন চৌরাস্তার মোড়ে মিডিয়া ক্লাবের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে হত্যা মামলার প্রধান আসামী তিথির স্বামী জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মেহদী হাসান রুবেলকে জেল হাজতে পাঠিয়ে আদালত। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. হুমায়ুন কবিরের আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে বিচারক জামিন আদেন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, তিথি হত্যা মামলায় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জিআর ১৩৮/১৭ (লালমোহন) মামলায় আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে রুবেল জামিন আবেদন জানান। বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ১১ (ক) ও ৩০ ধারায় জামিন না মঞ্জুর করেন।
অপরদিকে গতকাল প্রায় দুইঘন্টা ব্যাপী মানববন্ধনে লালমোহন উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ রোদসী কৃষ্টি সংসার, সুইড বাংলাদেশ,অঙ্গীকার নাট্যমী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রির্পোটাস ফাউন্ডেশন সহ বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মাকসুদ হাওলাদার, লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মিডিয়া ক্লাবের সভাপতি রিপন শান, শিক্ষক সমিতির সভাপতি মালেক ফরাজি, ইব্রাহিম হাওলাদার, নিহত তিথির বাবা কামাল হোসেন প্রমুখ। এ সময় তারা হত্যাকারী তার স্বামী মেহেদি হাসান রুবেলের ফাঁসির দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ