Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফরিদপুরে শিশু তাজ হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আট বছরের শিশু তাজ মোহাম্মদ হত্যা মামলার রায়ে তিন আসামী যাবজ্জীবন কারাদন্ড ও দুই জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ রায় দেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন হেমায়েত হোসেন (২৬), আক্তার মুন্সি (৩২) এবং শিপন সরদার (২৬)। রায় ঘোষনার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হেমায়েত হোসেন উপস্থিত থাকলেও অপর দুইজন অনুপস্থিত ছিলেন। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাড. স্বপন কুমার পাল জানান, ২০১১ সালের ১৬ জুন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা হাসামদিয়া এলাকার হারুন অর রশিদ ও হেলেনা ইয়াসমিনের একমাত্র পুত্র তাজ মোহাম্মদকে (০৮) কে হত্যার উদ্যোশে অপহরন করা হয়। এঘটনায় ১৮ জুন ২০১১ সালে শিশুটির পিতা হারুন অর রশিদ বোয়ালমারী থানা বাদী হয়ে পাচ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে আসামীদের স্বিকারোক্তি মোতাবেক ১৮ জুন তারিখে পাশ্ববর্তী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার লক্ষনদিয়া গ্রামের পাট ক্ষেত থেকে শিশু তাজের মরদেহ উদ্ধার করা হয় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ