Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে চাচা খুন

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতাঃ সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটী গ্রামে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরও ৩ জন। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম ছাপড়হাটী গ্রামের হাজী শফিউল ইসলামের পুত্র নজরুল ইসলামের একটি ছাগল হাফিজার রহমানের পুত্র চাচাত ভাই জাহাঙ্গীর আলমের একটি আম গাছের চারা খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর আলমের পুত্র সোহেল রানা ছাগলটির একটি পা ভেঙ্গে দেয়। এরপর নজরুল ইসলাম ছাগলের পা ভাঙ্গার বিষয়ে জাহাঙ্গীর আলমের নিকট প্রতিবাদ করতে গেলে উভয়ের মধ্যে বাক্বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এসময় প্রতিপক্ষের উপর্যুপরি ধারালো ছুরিকাঘাতে নজরুল ইসলাম গুরুতর আহত হয়। আহত নজরুল (৫০) কে স্থানীয় জনতা উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ