Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে গার্মেন্টস ও ইমিটেশন জুয়েলারী পণ্যের চালান আটক

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

কোটি টাকা রাজস্ব ফাকি, তদন্তে গোয়েন্দা কর্মকর্তারা
বেনাপোল অফিস : কাগজপত্র বিহীন এক ট্রাক গার্মেন্টস ও ইমিটেশন জুয়েলারী বোঝাই পন্যচালান কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে বেনাপোল বন্দর ’র ২৯ নাম্বার শেড থেকে বের হওয়ার সময় ট্রাকটি আটক করেছে কাস্টমস কর্মকর্তরা। গত সোমবার রাতে পন্যচালানটি আটক করার পর রাত ১২ টায় ট্রাকটি কাস্টমস কম্পাউন্ডে এনে পরীক্ষন কাজ সম্পন্ন করা হযেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
পন্যচালানটি কাগজপত্র ছাড়া কিভাবে ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে তা তদন্তে মাঠে নেমেছে গোয়েন্দা কর্মকর্তারা। সুত্র জানায়, কাস্টমস কর্মকর্তারা আটককৃতদের জিঞাসাবাদে রাজস্ব ফাকিবাজদের নাম ফেলেও মুল হোতাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন মামলা করেননি। তবে বন্দরের ২৯ নাম্বার শেড ইনচার্জ হারুন অর রশিদ ২ লাখ টাকা চুক্তিতে পন্য চালানটি কাগজপত্র বাদেই কোটি টাকার রাজস্ব ফাকি দিয়ে বন্দরের বাইরে বের করে দিচ্ছিল। কাস্টমস কর্মকর্তারা রহস্যজনক কারনে শেড ইনচার্জের বিরুদ্ধে মামলা বা শাস্তিমুলক ব্যবস্থ গ্রহনের কোন সুপারিস করেননি।
বেনাপোল কাষ্টমস কমিশনার শওকাত হোসেন জানান, বেনাপোল বন্দরের ২৯ নম্বর সেড থেকে একটি কাভার ভ্যানে কোটি টাকার রাজস্ব ফাকি দিয়ে কাগজ পত্র ছাড়াই ভারতীয় থী ্রপিচ,ইমিটেশন জুয়েলারী ও কসমেটিকস সামগ্রী বন্দর থেকে বের করা হচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস স্যাগ কর্মকর্তারা অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ট-১৪-৭২৩৩ নম্বরের ট্রাকটি আটক করে। আলিফ এন্টারপ্রাইজ নামে একটি ট্রান্সপোর্ট বন্দরের ২৯ নম্বর সেড থেকে মালামাল গুলি লোড করেন। তবে মালামালের প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি। ট্রাকের ড্রাইভার হেলপার ও স্কটকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ