Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবপুরে খড় নেয়ায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে ঃ খড়ের গাদা থেকে খড় নিয়ে গরুকে খাওয়ানোর ঘটনায় ক্ষিপ্ত হয়ে শরীফ ভূইয়া নামে এক পাষন্ড বজলু মিয়া (৬০) নামে এক প্রতিবেশী কৃষককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে শিবপুর উপজেলার সাধারচর গ্রামের ঈদগাহর পাশে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মোল্লা আজিজুর রহমান জানান, গত সোমবার সাদারচর গ্রামের রুপচান মিয়ার পুত্র বজলু মিয়া, শরিফ ভূইয়ার খড়ের গাদা থেকে না বলে কিছু খড় নিয়ে তার গরুকে খাওয়ায়। এই ঘটনা জানতে পেরে শরিফ ভূইয়া উত্তেজিত হয়ে বজলু মিয়াকে গালাগাল করে। এ নিয়ে দুই জনের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ বচসা হয়। পরে শরিফ ভূইয়া, কৃষক বজলু মিয়াকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। মঙ্গলবার বজলু মিয়া তার কলা ক্ষেত থেকে একটি কলার ছড়ি কেটে পার্শ্ববর্তী জলাশয়ে ধুইতে যায়। এ সময় শরিফ ভূইয়া পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে বজলু মিয়াকে এলোপাতারি কুপিয়ে তার মাথা দুভাগ করে ফেলে। এই অবস্থায় সে সাথে সাথেই প্রাণ হারায়। ঘটনার পর শরিফ ভূইয়া পালিয়ে গেছে। খবর পেয়ে এএসপি (সার্কেল) ও শিবপুর থানা ওসি তদন্ত ঘটনাস্থল পরিদর্শনের যান। ওসি তদন্ত জানান, শরিফ ভূইয়া একজন অভ্যাসগত অপরাধী। তার সাথে কারো কোন বেমিল হলেই সে দা দিয়ে মানুষকে কুপাতে যায়। ইত:পূর্বে শরিফ ভূইয়া আরো কয়েকজনকে এভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসব ঘটনা জানাজানি হবার পর স্থানীয়ভাবে লোকজন মিমাংসা করে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ