Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ড. আব্দুল্লাহ আল নাসের সভাপতি প্রফেসর জামিনুর মহাসচিব নির্বাচিত

উত্তরবঙ্গ হজ ও ট্রাভেল এজেন্ট এসোসিয়েন গঠিত

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আলহাজ এডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসেরকে সভাপতি ও প্রফেসর ড.জামিনুর রহমানকে মহাসচিব করে গতকাল (২০১৭-২০১৯ মেয়াদী) ১১ সদস্য বিশিষ্ট উত্তরবঙ্গ হজ ও ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন গঠন করা হয়েছে। গতকাল বিকেলে তোপখানা রোডস্থ ট্রপিকানা টাওয়ারে এডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে এক সভায় সর্বসম্মতিক্রমে উত্তরবঙ্গ হজ ও ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন গঠন করা হয়েছে। সংগঠনের অন্যান্য সদস্যরা হচ্ছে, সহ-সভাপতি এইচ এম বারকাত উল্লআহ, যুগ্ন মহাসচিব এ এস এম মোকাররেবুর রহমান নাসিম,কোষাধ্যক্ষ মো: কামরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের সাঈদ, জনসংযোগ সচিব আব্দুল আহাদ, সদস্য আল মাহমুদ আলী খান, হাবিবুল ইসলাম, অধ্যাপক আমজাদ হোসেন ও সেকান্দার আলী। সভায় প্রাক-নিবন্ধিত সকল হজযাত্রীকে হজে পাঠানোর জন্য প্রয়োজনীয় কোটা বৃদ্ধি এবং উত্তরবঙ্গ হাব জোন ও উত্তরবঙ্গ আটাব জোন গঠনের জন্য জোর দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ