Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গান নিয়ে ডি-রকস্টার শুভ

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ২০০৬ সালে ডি-রকস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি শুভকে। রকসঙ্গীত নিয়ে সক্রিয়ভাবে কাজ করার মাধ্যমে দেশের রকসঙ্গীতাঙ্গণে এক স্বকীয় অবস্থান গড়ে নিয়েছেন তিনি। ২০০৮ সাল থেকেই পারফর্ম করছেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ডের মূল গায়ক হিসেবে। এর মাঝে সঙ্গীতে উচ্চশিক্ষা নিতে সিডনিতে যান। স¤প্রতি দেশে ফিরে শুভ পারফর্ম করা শুরু করেছেন। শ্রোতাদের জন্য অ্যালবামের টাইটেল ট্র্যাক অত:পর মুক্তি পেতে যাচ্ছে জিপি মিউজিক প্ল্যাটফর্মে এবারের ঈদে। পাশাপাশি, শ্রোতারা জুলাইয়ের শেষের দিকে পুরো অ্যালবাম উদ্বোধনের পরপরই অতঃপর- এর মিউজিক ভিডিও ও রকুমেন্টারি উপভোগ করতে পারবনে । রকুমেন্টারিতে থাকছে এ রকস্টারের সঙ্গীত যাত্রার গল্প। মিউজিক ভিডিও ও রকুমেন্টারির পরিচালনা ও নির্মাণে রয়েছে ফ্লাইবোটস স্টুডিওস। অতঃপর গানটি লিখেছেন মেহেদী আনসারি ও এর সংগীত আয়োজন করেছেন শাকের রেজা। অল্টারনেটিভ মেলোরক ধাঁচের এ গানের মিউজিক ভিডিওটিতে শুভর পাশাপাশি থাকছেন ¯পর্শিয়া, হামজা ও সৌর। জিপি মিউজিকে টাইটেল ট্র্যাকসহ পুরো অ্যালবামটি মুক্তি পাচ্ছে এ জুলাইয়ে। আর জি-সিরিজের ব্যানারে অ্যালবামটি মুক্তি পাবে আগামী কোরবানির ঈদে। অ্যালবামটির বিভিন্ন গানের সঙ্গীতায়োজন ও কথায় রয়েছেন শাকের রেজা, রাফা, ফুয়াদ আল মুক্তাদির, আমজাদ, মেহেদী আনসারি, শাহান কবন্ধ, তুষার, মীর মাসুম, শাওন গানওয়ালা এবং পলাশ নূর। অ্যালবামটির প্রচ্ছদে ছবি তুলেছেন প্রখ্যাত আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ। উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পায় শুভর প্রথম অ্যালবাম। দ্বিতীয় ও তৃতীয় অ্যালবাম মুক্তি পায় যথাক্রমে ২০১০ ও ২০১৩ সালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ