Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ফেরদৌসের জন্মদিন

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: আজ চিত্রনায়ক ফেরদৌসের জন্মদিন। এবারের জন্মদিনটি চার ভাগে উদযাপন করবেন বলে জানান তিনি। জন্মদিনের প্রথম প্রহর পরিবারের সঙ্গে কাটাবেন। দুপুর ১২.৩০ মিনিটে অনন্যা রুমা প্রযোজিত ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি কথা বলবেন। দিলরুবা সাথীর উপস্থাপনায় অনুষ্ঠানে জন্মদিনের নানা স্মৃতিচারণা নিয়ে কথা বলবেন তিনি। ইফতার পরিবারের সঙ্গে করবেন। রাতে বন্ধু বান্ধবদের আয়োজনে সেহরী করবেন। তবে ফেরদৌস নিজে কোন পরিকল্পনা করছেন না। কারণ তার মা এবারের জন্মদিনে তার সঙ্গে নেই। তার মা আমেরিকাতে অবস্থান করছেন। ফেরদৌস বলেন, ‘প্রতিবছরই জন্মদিনে আম্মা আমার পাশে থাকেন। এবার আম্মা নেই বলে আমার কোন পরিকল্পনাও নেই। কারণ জন্মদিনের সব আনন্দ আম্মাকে ঘিরেই। আম্মাকে খুব মিস করবো। সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু হন। আমার ভক্ত দর্শকেরাও যেন সবসময় ভালো থাকেন এই কামনা করছি।’ জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে ফেরদৌসকে শুভেচ্ছা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ