Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা : স্বামী আটক

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে মাদক সেবনের টাকা না পেয়ে নিজ স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড স্বামী। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী মাইনুলকে আটক করেছে। গতকাল মঙ্গলবার ভোরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকার সালাউদ্দিন মিয়ার ভাড়া বাড়িতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত নাজমা বেগম (৩০) রংপুর জেলার গঙ্গাচড়া থানার পাকুলিয়া গ্রামের ফজলুল হকের মেয়ে। তার স্বামী মাইনুলের বাড়িও একই থানার মাঝিপাড়া এলাকায়। নাজমা সাভারের হেমায়েতপুর এলাকায় আমান গ্রাফিক্স গার্মেন্টস কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। তার স্বামী মাইনুল রিকশা চালক। হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুন মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে নাজমাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি আরো জানান, নেশা করার জন্য স্ত্রীর কাছে টাকা চেয়ে না পেয়ে ভোরে নিজ ভাড়া ঘরে স্ত্রী নাজমাকে গলা টিপে হত্যা করে। পরে মাইনুল পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটকে রাখে। নিহত নাজমা তিন সন্তানের জননী। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ