রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার আশদুজ্জামানের নির্দেশনায় ১৯ বিজিবি ও কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার ভোরে কাপ্তাই হ্রদে ক্রেনছড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ক্যারেন্টজাল, সুতিজাল ও তিনটি মাছধরার নৌকা আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশ ব্যবস্থাপক শামসুজ্জামান, ১৯ বিজিবির কোম্পানী কমান্ডার আবুল কাশেম, নায়েক সুবেদার অরুপ শাহা। মৎস্য কর্মকর্তা বলেন, আটককৃত তিন হাজার মিটার ক্যারেন্টজাল ২ হাজার মিটার সুতির জাল আটক করে কাপ্তাই অফিস আনা হয়। এ সময় কাপ্তাই ১৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহামুদুল হাসান জব্দকৃত মালামাল পরিদর্শন করেন। উল্লেখ্য রাঙ্গামাটি জেলা প্রশাসকের নির্র্দেশ মোতাবেক কাপ্তাই হ্রদে মাছের প্রজানন, ও মৎস্য শিকার এবং পরিবহণ বন্ধ রাখা হয়েছে। এক শ্রেণীর জেলে এ নির্দেশা অমান্য করে হরহামেশা মাছ শিকার করায় এ অভিযান চালানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।