রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরে চলতি অর্থবছরে ৭টি ইউনিয়ন পরিষদ ও ২টি পৌরসভা এলাকায় টিআর ও কাবিখা প্রকল্পের প্রায় দেড় কোটি টাকার কাজের মেয়াদোত্তীর্ন হলেও এখানো কাজ শুরু করতেই পারেনি। সংশ্লিষ্ট এলাকার হাজারো হতদরিদ্র পরিবার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, এর দায় নিবে কে? এতে হতদরিদ্র জনগোষ্ঠির মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, ইউপি চেয়ারম্যান ও প্রকল্প কর্মকর্তারা প্রকল্পের পুরো টাকা গায়েব করার উদ্দেশ্যে প্রকল্প গ্রহণে কালক্ষেপণ করেছে। কিন্তু ঘটনাটি জানাজানি হলে তাদের মাথায়ও বাজ পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোরে চলতি ২০১৭-২০১৮ অর্থবছরে ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকায় দ্বিতীয় পর্যায়ে টিআর ‘সাধারণ’ বরাদ্দ ৩১ লাখ ৫৫ হাজার টাকা, টিআর ‘বিশেষ’ ৪০ লাখ টাকা, কাবিখা ‘সাধারণ’ বরাদ্দ ৩৫ লাখ টাকা, কাবিথা বিশেষ বরাদ্দ ৪০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়ে ৩১ মে সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়। কিন্তু প্রকল্প বাস্তবায়ন অফিসের দায়িত্ব অবহেলায় সময়মত প্রকল্প গ্রহণ না করায় সরকারের এই মহতী উদ্যোগ ভেস্তে যেতে বসেছে ও প্রকল্পের সুবিধা থেকে হাজারো হতদরিদ্র পরিবার বঞ্চিত হচ্ছে। ফলে এসব হাজারো হতদরিদ্র পরিবারের ঈদ আনন্দ উবে যেতে বসেছে।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ‘পিআইও’ চলতি দায়িত্ব হাসানুজাজামান বলেন, সময় স্বল্পতার কারণে দ্বিতীয় পর্যায়ের টিআর-কাবিখার কাজ করা সম্ভব হয়নি, তবে সময় বাড়ানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শওকাত আলী বলেন, কর্তৃপক্ষের কাছে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে, নির্দেশনা পেলেই কাজ শুরু করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।