Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সৈয়দপুর রেল কারখানার নিরাপত্তায় সব প্রবেশ পথে সিসি ক্যামেরা

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে : নীলফামারীর সৈয়দপুর দেশের বৃহত্তম রেলওয়ে কারখানার সব প্রবেশ পথে সিসি ক্যামেরা সংযোজন করা হয়েছে। রেল কারখানার সার্বিক নিরাপত্তা ও শ্রমিক-কর্মচারিদের প্রবেশ ও বর্গিমনে শৃঙ্খলা আনতে এই উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। এজন্য কারখানার প্রধান ফটকসহ সবকটি প্রবেশ ও বহির্গমন পথে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানো হয়েছে। ফলে এখন থেকে ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক কারখানার কার্যক্রম প্রত্যক্ষ ও ছবি সংরক্ষণ করা সম্ভব হবে।
১৮৭০ সালে ইংরেজ শাসকরা রেলওয়ের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও প্রয়োজনীয় রেলওয়ে কোচ, বগি, ইঞ্জিন সংস্কার পূণঃনির্মাণে ১১০ একর জমির ওপর গড়ে তোলেন দেশের বৃহত্তম রেলওয়ে কারখানাটি। কারখানার বিভিন্ন শপে দিনেরাতে কাজ হয়। পাশাপাশি দেশের বৃহত্তম রেলওয়ে কারখানার অভ্যন্তরে ও বাইরে লোহা চুরির মাধ্যমে গড়ে উঠেছে লোহা ক্রয়-বিক্রয়ের বিশাল বাজার। এছাড়া শ্রমিকদের কাজে ফাঁকি দেয়া ও বিলম্বে পৌছার কারণে কারখানার উৎপাদনে ব্যহত হতে থাকে। এছাড়া কারখানায় দেরিতে পৌছা নিয়ে অতি সম্প্রতি শ্রমিক-কর্মচারিদের সাথে কর্মকর্তাদের অপ্রীতিকর ঘটনায় গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে।
সূত্র জানায়, এসব সিসি ক্যামেরার মনিটর বসানো হয়েছে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) কার্যালয় ছাড়াও নিরাপত্তা বাহিনীর অ্যাসিমট্যান্ট কমান্ডডেন্ট ও গেট সার্জেন্টের কার্যালয়ে। মনিটরের মাধ্যমে সার্বক্ষণিক উল্লিখিত দপ্তরগুলো থেকে নজরদারি করা হবে প্রবেশ ও বহির্গমন পথ। কর্তপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রেলওয়ে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দসহ কারখানার সাধারণ শ্রমিক-কর্মচারিরা। এর মাধ্যমে রেলওয়ে কারখানায় শৃঙ্খলা ফিরে আসবে বলে মন্তব্য করেন তারা।
সৈয়দপুর রেলওয়ে কারখানায় সিসি ক্যামেরা সংযোজন প্রসঙ্গে বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) কুদরত-ই-খুদা বলেন, বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির। কারখানা প্রবেশ পথগুলোতে সিসি ক্যামেরা লাগিয়ে আমরা সে যুগে প্রবেশ করেছি। এর মাধ্যমে কারখানার নিরাপত্তা ও শ্রমিক- কর্মচারিদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব হবে। পর্যায়ক্রমে কারখানার সকল শপ (উপ-কারখানা) এর আওতায় আনা হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ