বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : স্ত্রী গায়ে এসিড নিক্ষেপের দায়ে স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, পাবনা সদর উপজেলাধীন মালিগাছা ইউনিয়নের কলমবাগান এলাকার আলতাব হোসেনের পুত্র উজ্জলের সাথে (২৫) হেমায়েতপুর ইউনিয়নের আকরাম প্রামানিকের কন্যা সাদিয়া আক্তার পিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার উপর মানসিক নির্যাতন শুরু হয়। সাদিয়া কয়েকবার পিতার বাড়িতে চলে আসেন। তাকে নিতে এসে ফিরে যায় স্বামী উজ্জল । গত ৪ জুন,২০১৭ বেলা ১১টার দিকে উজ্জল ফের শ্বশুর বাড়িতে যায় এবং সুযোগ বুঝে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসিডদগ্ধ সাদিয়াকে পরিবারের লোকজন পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসিড নিক্ষেপের সময় উজ্জলের হাতেও সামান্য এসিড পড়ে ঝলসে যায়।
সোমবার দিবাগত রাতে সে চিকিৎসা নিতে পাবনা জেনারেল হাসপাতালে এলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে ।
মঙ্গলবার পাবনার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উজ্জলের বিরুদ্ধে এসিড দমন আইন ২০০২ ও পেনাল কোডের ৩২৬ ও ৩২৭ ধারায় মামলা হয়েছে। সাদিয়া পিতা আকরাম হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করলে পুলিশ উক্ত ধারায় মামলা গ্রহণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।