Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

শিবালয়ে ৬টি অবৈধ ড্রেজার উচ্ছেদে

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

আরিচা সংবাদদাতা : শিবালয়ের পদ্মা-যমুনা তীর থেকে অবৈধ উপায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অবশেষে সোচ্চার হয়েছে উপজেলা প্রশাসন। গত দু’দিনে ৬টি ড্রেজারসহ অসংখ্য পাইপ জব্দ করা হয়েছে। প্রশাসনের এ ভূমিকায় স্বস্তি প্রকাশ করেছেন নদী তীরবর্তী বাসিন্দারা। জানা গেছে, উপজেলার স্পর্শকাতর পাটুরিয়া ফেরিঘাট থেকে শুরু করে জাফরগঞ্জ নদী তীরবর্তী প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে ২৫/৩০ টি ড্রেজার যোগে সরকার দলীয় নেতা-কর্মী পরিচয়ে বানিজ্যিক ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। দীর্ঘদিন যাবৎ চিহ্নিত এ চক্রের অপকর্মে বর্ষা শুরুর আগেই হুমকির মুখে পড়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত পাওয়ার প্লান্টের ভ‚মি, হাট-ঘাট, ফসলী জমি, বসতবাড়ীসহ অসংখ্য স্থাপনা। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনে সচিত্র প্রতিবেদন প্রচার করা হলে নড়েচরে বসে স্থানীয় প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ