Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় এস আই এর বিরুদ্ধে মাদক বিক্রিতে বাধ্য করার অভিযোগ

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া ব্যুরো : বগুড়ার শাজাহানপুর থানার এসআই ফজলুল হক ওরফে ফজলু’র বিরুদ্ধে জোর করে মাদক বিক্রিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এসআই ফজলুর এ সংক্রান্ত কথোপকথনের অডিও রেকর্ডিং ফাঁস এবং তা ’ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ , তিনি এলাকার সাবেক মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের ভয় দেখিয়ে মাদক বিক্রি করতে বাধ্য করেন। উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের কলেজ ছাত্র শামীম আহম্মেদসহ একাধিক ব্যক্তি বগুড়া জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার কথোপকথনের ৩৩ টি অডিও রেকর্ডিং ফাইলের সিডিও অভিযোগের সাথে জমা দেওয়া হয়েছে ।
অভিযোগকারী শামীম জানান, তার বাবা রবিউল ইসলাম, চাচা ফিরোজ ও পার্শ্ববর্তী ঘাষিড়া গ্রামের আবু জাফর আগে মাদক ব্যবসা করতেন। তার চেষ্টায় বাবা চাচা ও জাফর মাদক ব্যবসা ছেড়ে দেয়। বর্তমানে তার বাবা তাবলিগ জামাতের সঙ্গে জড়িত। চাচা ও জাফর সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করছে। এসআই ফজলুল হক গত ২৫ এপ্রিল বিহিগ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন। কিন্তু তাকে চালান দেওয়ার সময় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার দেখিয়ে বাকি ১৫০ গ্রাম হেরোইন বিক্রির জন্য ফিরোজ ও জাফরকে চাপ প্রয়োগ করতে থাকে। তাদেরকে বলে আমার ( ফজলুর) এ হেরোইন যদি বিক্রি করে না দিস তাহলে তোদেরকে গ্রেফতার করে ওই হেরোইন দিয়েই চালান করে দিবো।
এদিকে এই অভিযোগের খবর জানতে পেরে কিছু পুলিশ কর্মকর্তা অডিও রেকর্ড সরবরাহকারী আবু জাফর ও ফিরোজকে ডেকে হুমকি দিয়ে তদন্তের সময় তাদের কথামত সাক্ষ্য দিতে বলা হয়েছে। এ বিষয়ে এসআই ফজলুল হক বলেন, অভিযোগকারী একজন মাদক ব্যবসায়ী। তাই সে আক্রোশবশত তার বিরুদ্ধে পুলিশের বিভিন্ন দপ্তরের অভিযোগ করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী অভিযোগ ও অডিও রেকর্ডিং পাওযার কথা স্বীকার করে জানান, শামীমের বাবা রবিউল ইসলামসহ তার পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। তবে এসআই ফজলুল হকের অডিও রেকর্ডিং ও সত্য। এটা আসামী ধরার কৌশলও হতে পারে। তারপরও তদন্তের পর এসআই ফজলুর দোষ প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ