Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় কিশোরীকে গলাকেটে হত্যা

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লায় মনিকা (১৫) নামে এক কিশোরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার মেঘনা উপজেলার কান্দারগাঁও এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ । সে কান্দারগাঁও গ্রামের আবদুল হালিমের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে এক কিশোরীর লাশ জমিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দুপুর দেড়টার দিকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মেঘনা থানার ওসি কামরুজ্জামান সিকদার পিপিএম জানান, মনিকা নামের ওই কিশোরীকে গলাকেটে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে বুধবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্তের পর বলা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ